শনিবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব এনার্জি আয়োজিত সাসটেইনেবল গ্রিন বিজনেস শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বেসরকারি উদ্যোক্তাদের পরিবেশবান্ধব সবুজ বিনিয়োগে আহ্বান জানান। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক না হলে সে উন্নয়ন কখনো টেকসই হবে না। তাই এখন থেকেই পরিবেশবান্ধব বিনিয়োগে নজর দিতে হবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জ্বালানি বা এনার্জি শিল্পায়নের জন্য অপরিহার্য। সেই জ্বালানির উৎস পরিবেশবান্ধব না হলে তা সমগ্র মানবজাতিকে হুমকির মুখে ফেলে। এই বাস্তবতাকে মাথায় রেখেই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় গুরুত্ব পেয়েছে সবুজ অর্থনীতি ও সবুজ বিনিয়োগ।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ার সঙ্গে ভোগব্যয় বেড়েছে। যার ফলে প্রচুর পরিমাণে আবর্জনা তৈরি হচ্ছে। সঠিক আবর্জনা ব্যবস্থাপনার মাধ্যমেও আমরা জ্বালানির উৎস পেতে পারি।
অর্থসংবাদ/এসএম