ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০৫ মার্চ) ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর আগের দিনের তুলনায় ০৯ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ফলে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
এদিন দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৫ দশমিক ৮০ শতাংশ। আর ৫ দশমিক ১৯ শতাংশ ইউনিটপ্রতি দর পতন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।
আজ ডিএসইর দরপতনের তালিকায় থাকা অন্যান্যে কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু এগ্রো, এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড,
এনসিসিবিএল মিউচুয়াল ফার্ড ওয়ান, বাটা সু, ইসলামি ব্যাংক, বার্জার পেইন্টস এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩৪৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৫৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এসএম