রোববার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত বছরের ২৩ অক্টোবর সর্বশেষ হিসাববছরের (২০২২) জন্য তওফিকা ফুড অ্যান্ড লাভেলো আইস্ক্রিম ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুযায়ী লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যেই বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করতে হবে।
তবে লভ্যাংশ অনুমোদনের পর ৮২ দিন অতিবাহিত হলেও এখনো বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি তাওফিকা ফুডস। এর প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কোম্পানিটিকে তলব করা হয়েছে।
সমাপ্ত বছরে (২০২২) তাওফিকা ফুডস শেয়ারপ্রতি ১ টাকা ৪৩ পয়সা আয় করেছে। হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৯০ পয়সা। আয় ও সম্পদ দুটোই আগের বছরের (২০২১) তুলনায় বেড়েছে। ২০২১ সালে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ১২ টাকা ৫৭ পয়সা।