লভ্যাংশ না দেওয়ায় লাভেলো আইস্ক্রিমকে তলব

লভ্যাংশ না দেওয়ায় লাভেলো আইস্ক্রিমকে তলব
পুঁজিবাজারে তালিকাভুক্ত তওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস্ক্রিম পিএলসিকে তলব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না করায় প্রতিষ্ঠানটিকে তলব করে প্রধান শেয়ারবাজার কর্তৃপক্ষ।

রোববার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বছরের ২৩ অক্টোবর সর্বশেষ হিসাববছরের (২০২২) জন্য তওফিকা ফুড অ্যান্ড লাভেলো আইস্ক্রিম ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুযায়ী লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যেই বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করতে হবে।

তবে লভ্যাংশ অনুমোদনের পর ৮২ দিন অতিবাহিত হলেও এখনো বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি তাওফিকা ফুডস। এর প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কোম্পানিটিকে তলব করা হয়েছে।

সমাপ্ত বছরে (২০২২) তাওফিকা ফুডস শেয়ারপ্রতি ১ টাকা ৪৩ পয়সা আয় করেছে। হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৯০ পয়সা। আয় ও সম্পদ দুটোই আগের বছরের (২০২১) তুলনায় বেড়েছে। ২০২১ সালে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ১২ টাকা ৫৭ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত