সাইবার হামলার কবলে নিউজিল্যান্ডের পুঁজিবাজার

সাইবার হামলার কবলে নিউজিল্যান্ডের পুঁজিবাজার
টানা চতুর্থদিনের মতো সাইবার হামলার কবলে পড়েছে নিউজিল্যান্ডের শেয়ারবাজার। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির কমিউনিকেশন সিকিউরিটি ব্যুরোর সহায়তায় সমস্যা কাটিয়ে ওঠা গেছে। আবার শুরু হয়েছে লেনদেন।

সিএনএন’র খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকালে নিউজিল্যান্ডের শেয়ারবাজারের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আগের তিন দিনের মতো এদিনও সাইবার সন্ত্রাসীদের কবলে পড়ে ওয়েবসাইট। সমস্যা কাটিয়ে ওঠার পর দুপুর ১টায় শুরু হয় লেনদেন।

গত মঙ্গলবার প্রথমবার সাইবার হামলার শিকার হয় নিউজিল্যান্ডের শেয়ারবাজার। বাইরের কোনো দেশের সাইবার সন্ত্রাসীদের হস্তক্ষেপে হঠাৎ করেই বিতরণ সেবা- ডিডিওএস বিঘ্নিত হচ্ছিল। এরপর বুধবার ও বৃহস্পতিবারও এমন ঘটনা ঘটলে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার শেয়ারবাজারের কার্যক্রম আবার শুরু করার ঠিক আগে আবারও সাইবার হামলার ঘটনা ঘটে।

সাড়ে ১৩ হাজার কোটি ডলারের নিউজিল্যান্ডের পুঁজিবাজার বিশ্বের অন্যতম বৃহত্তম। এতে কিভাবে সাইবার হামলা ঘটল তা খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন।

দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এনজেটএক্স বলেছেন, সাইবার আক্রমণের ফলে লেনদেন কার্যক্রমের নেটওয়ার্কগুলো অকেজো হয়ে পড়েছিল এবং এটা ছিল বিদেশি হস্তক্ষেপ।

সূত্র : বিবিসি এবং সিএনবিসি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়