8194460 প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পর পূঁজিবাজারে বড় উত্থান - OrthosSongbad Archive

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পর পূঁজিবাজারে বড় উত্থান

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পর পূঁজিবাজারে বড় উত্থান
টানা দরতপনের পর পূঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২ টা ২৮ মিনিটে ১০০ পয়েন্ট উঠে যায়। ট্রেডশেষে সমন্বয় হয়ে প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে। আর আগে গত দুই দিনে এ সূচক বাড়ল ১১২ পয়েন্ট। গতকাল বুধবার লেনদেন শেষে সূচকটি ৩১ পয়েন্ট বেড়েছিল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০৭ পয়েন্ট। দুই দিনে এ সূচক বাড়ল ৩০০ পয়েন্ট।

ডিএসইতে গতকালের তুলনায় আজ মোট লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। আজ মোট লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৪৯ লাখ টাকার। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ২৪২ কোটি ৮২ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৯৪টির, কমেছে ১১২টির এবং দর অপরিবর্তিত ৪৭টির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, সি পার্ল, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, বিকন ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিকস।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো অনলিমা ইয়ার্ন, ইস্টার্ন ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, সি পার্ল, সোনার বাংলা ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, ফাস ফাইন্যান্স, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, রিপাবলিক ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো এস এস স্টিল, এডিএন টেলিকম লিমিটেড, আজিজ পাইপস, প্রিমিয়ার সিরামিকস, ইউনাইটেড এয়ার, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, এরামিট সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১০৩টির, কমেছে ৮৭টির এবং দর অপরিবর্তিত আছে ২৭টির।

উল্লেখ্য, গতকাল সংসদ অধিবেশনে দেশের পূঁজিবাজার নিয়ে কথা আলোচনা করেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এমপি এবং বিএনপির হারুনুর রশীদ এমপি। সংসদে তলানীতে ঠেকা পূঁজিবাজার রক্ষায় সাংসদ কাজী ফিরোজ রশীদ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো