জেড থেকে বদলে গেল ১২ কোম্পানির ক্যাটাগরি

জেড থেকে বদলে গেল ১২ কোম্পানির ক্যাটাগরি
পচা বা 'জেড' গ্রুপে থাকা ১২ কোম্পানির ক্যাটাগরি বদলে গেছে। এর মধ্যে ৬টি 'এ' গ্রুপে এবং ৬টি 'বি' গ্রুপের অন্তর্ভুক্ত হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলোর এ ক্যাটাগরি পরিবর্তন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

শেয়ারবাজারে তালিকাভুক্ত 'এ' বা 'বি' গ্রুপভুক্ত কোনো কোম্পানি পূর্ববর্তী বছরে লভ্যাংশ দিলে পরের বছর তা দিতে না পারলেও সেটি জেড ক্যাটাগরিতে যাবে না, মঙ্গলবার এমন একটি নির্দেশনা জারি করে বিএসইসি।

নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশনা জারির পর আজ বুধবার কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন করেছে ডিএসই। তবে ৩০ কার্যদিবস কোম্পানিগুলোর শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা বন্ধ রাখতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

'জেড' গ্রুপ থেকে 'এ' গ্রুপে ফিরেছে- এবি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, হেইডেলবার্গ সিমেন্ট, লিবরা ইনফিউশনস, প্রাইম ইন্স্যুরেন্স ও রেনউয়িক যজ্ঞেশ্বর।

'জেড' গ্রুপ থেকে 'বি' গ্রুপে ফিরছে- বিডি থাই, অ্যাপোলো ইস্পাত, খান ব্রাদার্স পিপি, সাফকো স্পিনিং, সালভো কেমিক্যাল ও জাহিনটেক্স।

'জেড' গ্রুপের কোম্পানির বিষয়ে বিএসইসির নতুন নির্দেশনায় বেশকিছু শর্তজুড়ে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-  জেড ক্যাটাগরিভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও বর্তমান পরিচালকরা নিয়ন্ত্রক সংস্থার পূর্ব অনুমতি ছাড়া সংশ্নিষ্ট কোম্পানির নিজ নিজ শেয়ার বিক্রি, হস্তান্তর বা বন্ধক রেখে ঋণ নিতে পারবেন না। তালিকাভুক্ত কোনো কোম্পানি জেড ক্যাটাগরিতে অবনমন হলে ৪৫ কার্যদিবসের মধ্যে পর্ষদ পুনর্গঠন করতে হবে। পুনর্গঠিত পর্ষদে আগের পরিচালকরা থাকতে পারবেন না। চাইলে কমিশন এক বা একাধিক স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারবে।পর পর দুই বছর জেড ক্যাটাগরিতে থাকলে সংশ্নিষ্ট কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা তালিকাভুক্ত কোনো কোম্পানি বা স্টক এক্সচেঞ্জ বা শেয়ারবাজার সংশ্নিষ্ট কোনো প্রতিষ্ঠানের পর্ষদে থাকতে পারবেন না।কোম্পানির সাধারণ সভায় ই-ভোটিং ব্যবস্থায় সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ-সংক্রান্ত সব কার্যক্রম স্টক এক্সচেঞ্জ নজরদারি করবে এবং কোনো ব্যত্যয় হলে কমিশনকে অবহিত করবে। পুনর্গঠিত পর্ষদ সংশ্নিষ্ট কোম্পানিটিকে লাভজনক পর্যায়ে উন্নীত করতে সর্বোচ্চ চার বছর সময় পাবে। এ সময়ের মধ্যে লাভজনক না হলে ওই কোম্পানিকে তালিকাচ্যুত করার ক্ষমতা স্টক এক্সচেঞ্জকে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত