সূত্র মতে, আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।
সর্বোচ্চ দর হারানোর তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আজ ৮ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৫৬ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ারদর কমেছে ৫ টাকা ৬০ বা ৫ দশমিক ৯১ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইতে সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ইনটেক লিমিটেড, আমরা টেকনোলজিস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
আজ ডিএসইতে মোট ৩৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০৬টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম