হাফেজ তাকরীমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

হাফেজ তাকরীমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন
দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে অভিনন্দন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘তাকরীম বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।’

অভিনন্দন বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, এর আগেও হাফেজ সালেহ আহমদ তাকরীম বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিল। আমি সালেহ আহমেদ তাকরীম, তার শিক্ষকমণ্ডলী, পরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানাই। আমি তার সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ২৬তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য বাছাই করা হয় তাকরীমকে। ২৪ মার্চ থেকে দুবাইয়ে ৫৯টি দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। চতুর্থ দিন বিচারক প্যানেলের সদস্য আমিরাতের সালিম মুহাম্মদ আল-দাওবি তাকরীমকে পবিত্র কোরআনের বিভিন্ন স্থান থেকে পাঁচটি প্রশ্ন করেন। সে ২০ মিনিটের বেশি সময় ধরে তিলাওয়াত করে সব প্রশ্নের উত্তর দেয়।

প্রতিযোগিতার ওয়েবসাইটের তথ্য মতে, প্রথম স্থান অধিকারীর পুরস্কার আড়াই লাখ দিরহাম (৭১ লাখ ৭০ হাজার ৮৯৪ টাকা)। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর এবং সৌদি আরবের খালিদ সুলাইমান সালিহ আল-বারকানি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু