সূত্র মতে, গত সপ্তাহে জেমিনি সী ফুডের শেয়ারদর ৩৫ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭১৪ টাকা ৮০ পয়সায়।
দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর এক সপ্তাহে ১৮ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি অটোকার্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ০৮ শতাংশ।
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস, মিডল্যান্ড ব্যাংক, রহিম টেক্সটাইল, এপেক্স ফুটওয়্যার, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার এবং বাংলাদেশ ল্যাম্পস।