ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ রোববার (৯ এপ্রিল) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। ফলে এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ১৯ শতাংশ। আর ৮ দশমিক ৭২ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, কোহিনূর কেমিক্যাল, তমিজউদ্দিন টেক্সটাইল, এসিআই ফর্মুলেশন্স, বিডি থাই ফুড, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
রোববার ডিএসইতে মোট ৩৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ৪১টির, কমেছে ৭৭টির। বাকি ২১৬টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম