বাংলাদেশের আইপিএল শুরু

বাংলাদেশের আইপিএল শুরু
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হয়েছে গত ৩১ মার্চ। ইতোমধ্যে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬তম ম্যাচে আইপিএলের রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস।

দিল্লি আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলছে। প্রথম তিন ম্যাচে টানা হারের মুখ দেখে ডেভিড ওয়ার্নানের নেতৃত্বাধীন দলটি। এবারের আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার সাথে সাথেই তড়িগড়ি করে বিমানে উড়িয়ে নেওয়া হয় মোস্তাফিজকে। কিন্তু বিমানে উড়িয়ে নিলেও মাঠে খেলার সুযোগ দেয়নি দিল্লি। টানা তিন ম্যাচে ডাগআউটে বসে থাকতে হয় কাটার মাস্টারকে।

অবশেষ আজ মঙ্গলবাল মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির একাদশে সুযোগ পেলেন মোস্তাফিজ। মোস্তাফিজ দিল্লির একাদশে সুযোগ পাওয়া মানেই, বাংলাদেশের আইপিএল শুরু। কারণ আইপিএলের এবারের আসরে মোস্তাফিজই প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন।

এবারের আইপিএলে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন লিটন দাস ও মোস্তাফিজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে গত রোববার সন্ধ্যায় আইপিএল খেলতে ভারত সফরে যান লিটন। সেই দিন বিকালের ম্যাচে গুজরাটের মুখোমুখি হয় লিটনের দল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচটি শেষ হওয়ার পর ভারতে গিয়ে পৌঁছান লিটন।

আগামী শুক্রবার কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে লিটন সুযোগ পাবেন কিনা সময়ই বলে দেবে। তবে আজ যেহেতু মোস্তফিজ দিল্লির একাদশে সুযোগ পেলেন, তার মানে বলাই যায় বাংলাদেশের আইপিএল আজ আনুষ্ঠানিক শুরু হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে