প্রতীকী মূল্যে ঈদ বাজার নামের ব্যতিক্রমধর্মী এই ত্রাণ তৎপরতায় দরিদ্র লোকজন ঈদের উপহার গ্রহণ করে হাসিমুখে বাড়ি ফিরেন।
শুরুতেই প্রতিটি লোককে দুই টাকায় টিকিট কেটে প্রবেশ করতে দেওয়া হয় বাজারে। এরপর স্বেচ্ছাসেবকরা তাদের নিয়ে যান টেবিলে টেবিলে সাজানো নানা ধরনের পণ্য সামগ্রীর সামনে।
বিভিন্ন টেবিলে থরে থরে সাজানো উপহার সামগ্রীগুলোর প্রতিটি আইটেম তারা নিজের হাতে ব্যাগে ভরে বাজার ত্যাগ করেন।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা শহরের বিন্নগাঁও নিজ বাড়ি নিরালা ভবনের সুপরিসর আঙিনায় একদিনের জন্য এই দুই টাকা মূ্ল্যের ঈদ বাজার বসান কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি।
এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বাজারে উপস্থিত প্রতিটি লোককে তার পরিবারের জন্য এক কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, এক কেজি চিনি, আধা লিটার তেল, এক প্যাকেট লবণ, একটি সাবান, শ্যাম্পু ও নারীদের জন্য একটি নতুন শাড়ি আর পুরুষদের জন্য একটি করে লুঙ্গি উপহার দেওয়া হয়।
ঈদ বাজারের নামে দৃষ্টান্তমূলক এ ঈদ উপহার বিতরণের আয়োজক কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি জানান, করোণা প্রাদুর্ভাবের পর থেকে তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় প্রতি বছর ঈদ বাজারের আয়োজন করে দুস্থ-দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন।