ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন

ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন
ক্রিকেটাররা ফাঁকা সময়ে পবিত্র ওমরাহ পালন করছেন। ঢাকা লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন মাশরাফি মুর্তজা।

পরিবারের সঙ্গে ঈদ করতে অধিকাংশ ক্রিকেটার ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার তিনি গেছেন তার জেলা শহর মাগুরাতে।

বৃহস্পতিবার সাকিব আল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিমানে যশোর হয়ে মাগুরাতে পৌঁছান। সেখানে পরিবারের সঙ্গে ঈদ পালন করবেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

মুশফিকুর রহিম, ইমরুল কায়েসসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার আগের দিন ঢাকা ছেড়েছেন।

মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস আইপিএল খেলতে ভারত সফরে রয়েছেন। তারা সেখানেই ঈদ পালন করতে পারেন।

ঈদের পর সিলেটে শুরু হবে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প। ২৬ এপ্রিল সিলেটে যাবে জাতীয় দল। সেখানে ২৭, ২৮ ও ২৯ তারিখ অনুশীলন। ২৯ এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। পরেরদিন আয়ারল্যান্ড সফরের জন্য রিপোর্ট করতে হবে।

১ মে ইংল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে