ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন

ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন
ক্রিকেটাররা ফাঁকা সময়ে পবিত্র ওমরাহ পালন করছেন। ঢাকা লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন মাশরাফি মুর্তজা।

পরিবারের সঙ্গে ঈদ করতে অধিকাংশ ক্রিকেটার ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার তিনি গেছেন তার জেলা শহর মাগুরাতে।

বৃহস্পতিবার সাকিব আল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিমানে যশোর হয়ে মাগুরাতে পৌঁছান। সেখানে পরিবারের সঙ্গে ঈদ পালন করবেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

মুশফিকুর রহিম, ইমরুল কায়েসসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার আগের দিন ঢাকা ছেড়েছেন।

মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস আইপিএল খেলতে ভারত সফরে রয়েছেন। তারা সেখানেই ঈদ পালন করতে পারেন।

ঈদের পর সিলেটে শুরু হবে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প। ২৬ এপ্রিল সিলেটে যাবে জাতীয় দল। সেখানে ২৭, ২৮ ও ২৯ তারিখ অনুশীলন। ২৯ এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। পরেরদিন আয়ারল্যান্ড সফরের জন্য রিপোর্ট করতে হবে।

১ মে ইংল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের