ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মোট ১৫৪টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ১৫৪ নারী ও পুরুষ শিক্ষক পাঠদান করেন। প্রতি মাসে তারা মাত্র ৫ হাজার টাকা সম্মানী ভাতা পান। কিন্তু গত বছরের নভেম্বর মাস থেকে ছয় মাসের ভাতা বকেয়া পড়েছে তাদের। এ ছাড়া প্রতি ঈদে ভাতার সমপরিমাণ ঈদ বোনাস পান তারা। কিন্তু এবার তা পাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ছয় মাস ধরে ভাতা পাই না। ঈদে নতুন জামা কাপড়ের বায়না ধরেছিলেন ছেলেমেয়েরা। কিন্তু হাতে টাকা না থাকায় কোনো জামাকাপড় কিনতে পারিনি। ঈদের দিনেও তাদের ভালো-মন্দ খাওয়ানোর সৌভাগ্য হয়নি আমাদের।বড়াইগ্রাম এলাকার শিক্ষক মো. আজাদুল ইকবাল বাতেন বলেন, মাস শেষে সম্মানী ভাতা পাই মাত্র ৫ হাজার টাকা। সেটাও ৬ মাস ধরে বন্ধ।
খুব আশায় ছিলাম যে, বকেয়া সম্মানীসহ বোনাসটা ঈদের আগে পাব, কিন্তু পেলাম না। ঈদের আগে কমপক্ষে বোনাসটা দিলেও শিক্ষকরা একটু কেনাকাটা করতে পারতেন।
ইসলামিক ফাউন্ডেশনের বড়াইগ্রাম উপজেলা সুপার ভাইজার মহিদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেছি, প্রত্যয়নপত্র দিতে বলেছিলেন তাও দিয়েছি। তারা ঈদের আগে বোনাসসহ সম্মানী ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেয়নি।