ঈদের আনন্দ ছিল না দেড় শতাধিক পরিবারে

ঈদের আনন্দ ছিল না দেড় শতাধিক পরিবারে
নাটোরের বড়াইগ্রামে ঈদ বোনাস ও ছয় মাসের বকেয়া ভাতা পাননি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকারা। ঈদের আগে বকেয়া অর্থসহ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসেও ভাতা ও বোনাস কিছুই না পেয়ে শূন্য হাতেই বিশেষ দিনটি কেটেছে তাদের। এতে এসব পরিবারে ছিল না ঈদের আমেজ। পরিবার-পরিজন নিয়ে এক প্রকার নিরানন্দ ঈদ উদযাপন করেছেন তারা।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মোট ১৫৪টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ১৫৪ নারী ও পুরুষ শিক্ষক পাঠদান করেন। প্রতি মাসে তারা মাত্র ৫ হাজার টাকা সম্মানী ভাতা পান। কিন্তু গত বছরের নভেম্বর মাস থেকে ছয় মাসের ভাতা বকেয়া পড়েছে তাদের। এ ছাড়া প্রতি ঈদে ভাতার সমপরিমাণ ঈদ বোনাস পান তারা। কিন্তু এবার তা পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ছয় মাস ধরে ভাতা পাই না। ঈদে নতুন জামা কাপড়ের বায়না ধরেছিলেন ছেলেমেয়েরা। কিন্তু হাতে টাকা না থাকায় কোনো জামাকাপড় কিনতে পারিনি। ঈদের দিনেও তাদের ভালো-মন্দ খাওয়ানোর সৌভাগ্য হয়নি আমাদের।বড়াইগ্রাম এলাকার শিক্ষক মো. আজাদুল ইকবাল বাতেন বলেন, মাস শেষে সম্মানী ভাতা পাই মাত্র ৫ হাজার টাকা। সেটাও ৬ মাস ধরে বন্ধ।

খুব আশায় ছিলাম যে, বকেয়া সম্মানীসহ বোনাসটা ঈদের আগে পাব, কিন্তু পেলাম না। ঈদের আগে কমপক্ষে বোনাসটা দিলেও শিক্ষকরা একটু কেনাকাটা করতে পারতেন।

ইসলামিক ফাউন্ডেশনের বড়াইগ্রাম উপজেলা সুপার ভাইজার মহিদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেছি, প্রত্যয়নপত্র দিতে বলেছিলেন তাও দিয়েছি। তারা ঈদের আগে বোনাসসহ সম্মানী ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেয়নি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা