ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (৩০ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৫৬ টাকা বা ২২ দশমকি ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রাউন সিমেন্টের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ। আর ৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিং, সিনোবাংলা, রহিমা ফুড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির। বাকি ২০১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম