ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (৩০ এপ্রিল) কোম্পানিটির ৬৪ লাখ ১১ হাজার ২৭৬টি শেয়ার হাতবদর হয়েছে। কোম্পানিটির লেনদেন হওয়া এসব শেয়ারের বর্তমান বাজারদর ৫৩ কোটি ৫২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৮২ লাখ টাকার। আর ২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনি সি ফুড, লাফার্জহোলসিম, রহিমা ফুড, জেনেক্স ইনফোসিস, সি পার্ল বিচ রিসোর্ট, সোনালী পেপার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির। বাকি ২০১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম