সপ্তাহজুড়ে পতন, লেনদেন কমেছে ১৯.৬৯ শতাংশ

সপ্তাহজুড়ে পতন, লেনদেন কমেছে ১৯.৬৯ শতাংশ
বিদায়ী সপ্তাহে (৩০ এপ্রিল-৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৯ দশমিক ৬৯ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৪৮৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪৬৫ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৯০ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৯৮০ টাকার বা ১৯ দশমিক ৬৯ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৯০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৭৪ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আর ‘ডিএসই এস’ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। সূচকটি ১৩৬২ পয়েন্ট থেকে বেড়ে ১৩৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৮১টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির। আর ৮১টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২৩১টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত