যুক্তরাজ্যে সাকিব আল হাসানের ক্যানসার ফাউন্ডেশন চালু

যুক্তরাজ্যে সাকিব আল হাসানের ক্যানসার ফাউন্ডেশন চালু
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মানবিক কার্যক্রম সম্পর্কে সবারই জানা। দেশের মানুষের জন্য বিভিন্ন সময়ই বিভিন্ন জনহিতকর পদক্ষেপ নিয়ে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় চলতি বছর ২৪ মার্চ চালু করেন সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন। ক্যানসারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে তার এই মহৎ উদ্যোগ। এবার দেশ ছাড়িয়ে দেশের বাইরেও চালু করেছেন ক্যানসার ফাউন্ডেশনের শাখা। যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সংগঠনটির পথচলা।

রোববার (৭ মে) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে একটি গালা ডিনার অনুষ্ঠিত হয়। ক্যানসার যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয়, তাহলে জীবন বাঁচানোর সম্ভাবনা বাড়ে। যদিও ক্যানসারের চিকিৎসা বেশ ব্যয়বহুল। ফাউন্ডেশনটির কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, সচেতনতা বৃদ্ধি ও সেবা দেওয়া।

লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে নিয়ে তার পরিবার এবং আক্রান্ত ব্যক্তি নিজে কতটা সাফার করেন তা আমরা দেখি। এই জায়গা থেকে আমরা একটা ভালো উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছি। আশা করি উদ্যোগটা সফল হবে। এটিকে সফল করতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি, হাতে হাত রেখে সবাই বাংলাদেশের জন্য কাজ করতে পারব। আপনারা যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন, এমনটাই বিশ্বাস করি।’

একটি ভিডিওবার্তায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, ‘আপনারা সবাই জানেন যে আমি আমার বাবা-মাকে ক্যানসারের কারণে হারিয়েছি। এক বছরের ব্যবধানে দুজনকেই হারানো আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। এটা খুবই কঠিন যাত্রা, যারা এর মধ্য দিয়ে গিয়েছে তারা বুঝবে। তাই আমি চাই না, কেউ আর এমন পরিস্থিতির মধ্যে পড়ুক। ক্যানসার যদি শুরুতে ধরা পড়ে তাহলে জীবন বাঁচানো সম্ভব। এই সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

এর আগে ২০২০ সালে করোনাকালে নিজের নামে সাকিব আল হাসান ফাউন্ডেশন চালু করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে