এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৩ কোটি ৪৩ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৭৭ কোটি ৯৭ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৫৪টির দর বেড়েছে, কমেছে ৭৯টির। আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে।