সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে হাইডেলবার্গ সিমেন্টের। এই কোম্পানির ১৪.১ শতাংশ দর কমেছে। গত সপ্তোহে কোম্পানিটি সর্বশেষ ১২৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। এরপরে লিন্ডেবিডির ৬.২ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তোহে কোম্পানিটি সর্বশেষে এক হাজার ১৭৪ টাকায় লেনদেন হয়।
গ্লাক্সোস্মিথক্লাইনের ৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি সর্বশেষ এক হাজার ৫৭১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সু’র দশমিক ৯ শতাংশ, বিএটিবিসির ২.৮ শতাংশ, গ্রামীণফোন ৩.৪ শতাংশ, লাফার্জহোলসিম ৪.৪ শতাংশ, ম্যারিকো দশমিক ১ শতাংশ, আরএকে সিরামিক ৫.৪ শতাংশ ও রেকিট বেনকিজারের ৩.৫ শতাংশ দর কমেছে।
এদিকে দর বেড়েছে মাত্র ২টি কোম্পানির। এর মধ্যে বার্জার পেইন্টসের দশমিক ১ শতাংশ ও সিঙ্গারবিডির ৩ শতাংশ দর বেড়েছে।