‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট বিজনেস দরকার’

‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট বিজনেস দরকার’
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ‘স্মার্ট বিজনেস’ দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আমরা মানুষের সামনে নতুন ধারণা উপস্থাপন করেছি। সেটি হচ্ছে, স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট বিজনেস দরকার।

মঙ্গলবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে 'স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকুল আরেফিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুল হক ভূঁইয়া এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আজ বিশ্বায়নের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের নাগরিকদের যদি আমরা স্মার্ট করতে পারি, তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

তিনি বলেন, প্রথম তিনটি শিল্প বিপ্লব থেকে আমরা বহুবছর পিছিয়ে ছিলাম। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে আমরা বাংলাদেশকে সঠিক সময়ে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ধারণা থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যেই আমরা ২০০৮ সালে আমরা ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়েছিলাম। এখন বাংলাদেশ ডিজিটাল হয়েছে, ডিজিটাল বাংলাদেশের সুবিধা বাংলাদেশ পেয়েছে।



বইয়ের লেখক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০২৪ সালে যে নির্বাচনের কথা ভাবছেন স্মার্ট বাংলাদেশকে নিয়ে এই বইয়ের মাধ্যমে তার সম্ভাব্য ইশতেহার এই বইটিতে উপস্থাপন করেছি। সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটিও সচিত্র বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করেছি।



তিনি আরও বলেন, আমি যখন এই ইশতেহারগুলো তৈরী করি এবং পরে যখন এর বাস্তবায়ন প্রক্রিয়া লেখি তখন আমাকে উন্নত দেশগুলোর এই প্রেক্ষাপটে উন্নয়নের কেন্দ্রবিন্দুগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে। তাদের কর্ম-পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনা বাস্তবায়নের চিত্র তুলে ধরেছি।

ড. হাফিজ মু. হাফিজ বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমতা নির্ভর ইন্টেলিজেন্ট যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরও সাহসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা