অজিদের আক্রমনাত্নক বোলিংয়ে নাস্তানাবুদ ভারত

অজিদের আক্রমনাত্নক বোলিংয়ে নাস্তানাবুদ ভারত
অজি বোলিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনেও রাজত্ব করেছে প্যাট কামিন্সের দল। স্টিভেন স্মিথের ৩১তম শতকের পর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান করতে পেরেছে। জবাবে দ্বিতীয় দিন টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ইনিংসে ১৫১ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে ভারত। তারা এখনও ৩১৮ রানে পিছিয়ে।

৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়াকে এদিন বেশি দূর যেতে দেয়নি ভারত। পাল্টা আক্রমণে ১০৮ রানের বিনিময়ে তাদের ৭ উইকেট নিতে পেরেছে।। ট্রাভিস হেড ১৬৩ রানে ফিরেছেন। স্টিভেন স্মিথ আউট হন ১২১ রানে। বোলিংয়ে পাল্টা আক্রমণে নেতৃত্ব দেন পেসার মোহাম্মদ সিরাজ। ১০৮ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৮৩ রানে দুটি নিয়েছেন শার্দুল ঠাকুর। ১২২ রানে মোহাম্মদ সামিও দুটি উইকেট নিয়েছেন।

অজিদের আক্রমনাত্নক বোলিংয়ের তোপে ৭১ রানে ভারতের ৪ উইকেট পড়েছে। টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ ছিলেন পুরোপুরি। অধিনায়ক প্যাট কামিন্স শুরুর আঘাতে আউট করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (১৫)। তার পর ব্যর্থ হন শুবমান গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪) ও বিরাট কোহলিও (১৪)। স্টার্ক কোহলির উইকেট তুলে নিলে ৭১ রানে পড়ে চতুর্থ উইকেট। তার পর ইনিংস মেরামতে ভূমিকা রাখেন আজিঙ্কা রাহানে ও রীবন্দ্র জাদেজা। হাফসেঞ্চুরির পথে থাকা জাদেজা লায়নের বলে ক্যাচ দিলে ৪৮ রানে ফিরতে হয় তাকে। তাতে দুর্বল হয়ে পড়ে প্রতিরোধ। ক্রিজে আছেন আজিঙ্কা রাহানে (২৯) ও শ্রীকর ভারত(৫)।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১২১.৩ ওভারে ৪৬৯ (হেড ১৬৩, স্মিথ ১২১, ক্যারি ৪৮; সিরাজ ৪/১০৮)

ভারত প্রথম ইনিংসে ৩৮ ওভারে ১৫১/৫ (জাদেজা ৪৮, রাহানে ২৯*, শ্রীকর ৫*; লায়ন ১/৪ গ্রিন ১/২২)।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে