৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়াকে এদিন বেশি দূর যেতে দেয়নি ভারত। পাল্টা আক্রমণে ১০৮ রানের বিনিময়ে তাদের ৭ উইকেট নিতে পেরেছে।। ট্রাভিস হেড ১৬৩ রানে ফিরেছেন। স্টিভেন স্মিথ আউট হন ১২১ রানে। বোলিংয়ে পাল্টা আক্রমণে নেতৃত্ব দেন পেসার মোহাম্মদ সিরাজ। ১০৮ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৮৩ রানে দুটি নিয়েছেন শার্দুল ঠাকুর। ১২২ রানে মোহাম্মদ সামিও দুটি উইকেট নিয়েছেন।
অজিদের আক্রমনাত্নক বোলিংয়ের তোপে ৭১ রানে ভারতের ৪ উইকেট পড়েছে। টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ ছিলেন পুরোপুরি। অধিনায়ক প্যাট কামিন্স শুরুর আঘাতে আউট করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (১৫)। তার পর ব্যর্থ হন শুবমান গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪) ও বিরাট কোহলিও (১৪)। স্টার্ক কোহলির উইকেট তুলে নিলে ৭১ রানে পড়ে চতুর্থ উইকেট। তার পর ইনিংস মেরামতে ভূমিকা রাখেন আজিঙ্কা রাহানে ও রীবন্দ্র জাদেজা। হাফসেঞ্চুরির পথে থাকা জাদেজা লায়নের বলে ক্যাচ দিলে ৪৮ রানে ফিরতে হয় তাকে। তাতে দুর্বল হয়ে পড়ে প্রতিরোধ। ক্রিজে আছেন আজিঙ্কা রাহানে (২৯) ও শ্রীকর ভারত(৫)।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১২১.৩ ওভারে ৪৬৯ (হেড ১৬৩, স্মিথ ১২১, ক্যারি ৪৮; সিরাজ ৪/১০৮)
ভারত প্রথম ইনিংসে ৩৮ ওভারে ১৫১/৫ (জাদেজা ৪৮, রাহানে ২৯*, শ্রীকর ৫*; লায়ন ১/৪ গ্রিন ১/২২)।