এশিয়া কাপের ভেন্যু জটিলতার অবসান ঘটলো

এশিয়া কাপের ভেন্যু জটিলতার অবসান ঘটলো
ভেন্যু জটিলতায় এশিয়া কাপ আদৌ হবে কি না, এমন শঙ্কা ক্রিকেট মহলে ছড়িয়ে ছিটিয়ে ছিলো। অবশেষে এশিয়া কাপ নিয়ে সুখবর পাওয়ার পর অনেকটা উদ্বিগ্নতা কেটেছে এশিয়ার ক্রিকেট অঙ্গনে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমোদন পেতে পারে। এই তথ্য দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। হাইব্রিড মডেলে পাকিস্তান দ্বিতীয় ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল সংযুক্ত আরব আমিরাতকে।

তবে আরব আমিরাত নয়, ক্রিকইনফোর খবর অনুযায়ী, হাইব্রিড মডেলে এসিসি দ্বিতীয় ভেন্যু করবে শ্রীলঙ্কাকে। এশিয়া কাপে ভারত সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়, সেটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও কিংবা ভারত ফাইনালে উঠলেও।

সেই হিসেবে এশিয়া কাপের আয়োজক হয়েও পাকিস্তানে ম্যাচ হতে পারে ৪ বা ৫টি। পাকিস্তানে হওয়া সবগুলো ম্যাচই হতে পারে লাহোরে। ক্রিকইনফো জানিয়েছে, এই সপ্তাহের শেষ দিকেই চূড়ান্ত ঘোষণা দিতে পারে এসিসি। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের জন্য ১ থেকে ১৭ সেপ্টেম্বর সময় বরাদ্দ করা আছে।

সেপ্টেম্বরে আরব আমিরাতের আবহাওয়ার কারণে সেখানে দলগুলো খেলতে যাওয়া নিয়ে আপত্তি তুলেছিল। এ কারণেই হাইব্রিড মডেলের দ্বিতীয় ভেন্যু নিয়ে নতুন করে ভাবতে হয়েছে এসিসিকে।

এশিয়া কাপের সঙ্গে জড়িয়ে ছিল ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপও। মূলত ভারত যদি এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’মেনে না নেয়, তাহলে পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার একটা হুমকি দিয়ে রেখেছিল পিসিবি। তাই বাবর আজমদের বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল।

এবারের এশিয়া কাপে একই গ্রুপে আছে ভারত-পাকিস্তান। ৫০ ওভারের টুর্নামেন্টটিতে বাছাইপর্ব ছাড়া মোট ম্যাচ হবে ১৩টি। এর মধ্যে ছয়টি লিগ ম্যাচ আর ছয়টি সুপার ফোরের ম্যাচ। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে