এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভার সিদ্ধান্ত পরিবর্তনের আভাস

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভার সিদ্ধান্ত পরিবর্তনের আভাস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম বছরেই নো ডিভিডেন্ডের ঘোষণা পরিবর্তন হতে পারে। প্রতিষ্ঠানটি নতুন করে পর্ষদ সভা ডেকে লভ্যাংশ ঘোষণা করতে পারে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)  বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ছিল। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়। তার প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নিউজ হওয়ার প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজ এক্সপ্রেস ইন্স্যুরেন্স-কে কমিশনে ডেকে পাঠায়।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সহ তিন সদস্যের প্রতিনিধি কমিশনে এসে আলোচনায় অংশ নেন। আলোচনায় সিদ্ধান্তের আলোকে তারা আবার রিভাইজড করবে। নতুন করে লভ্যাংশের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এর আগে গতকাল সোমবার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়।

সূত্র মতে, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৪ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত