বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
উইমেনস টি২০ ইমার্জিং এশিয়া কাপের অভিষেক আসরে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের মেয়েদের স্বপ্নযাত্রা থামাল ভারত। আজ বুধবার হংকংয়ের কাউলুন মিশন রোড গ্রাউন্ডে ফাইনালে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে ভারত। ১২৮ রান করলেই প্রথম আসরের শিরোপা জিততো বাংলাদেশের মেয়েরা। যদিও লতা মন্ডলের দল ৯৬ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করলেও দিনেশ বৃন্দা (৩৬) ও কনিকা আহুজার (৩০) ব্যাট ভর করে ১২৭ রানের পুঁজি পায় ভারত। নাহিদা আক্তার ও সুলতানা খাতুন দুটি করে উইকেট নেন। এছাড়া রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা নেন একটি করে উইকেট। এই রানই তাদের জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। ১৯.২ ওভারে ৯৬ রানে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। দুই অঙ্কের নাগাল পান শুধু নাহিদা (১৭), সোবহানা মোস্তারি (১৬) ও সাথি রানী (১৩)। ভারতের শ্রেয়াঙ্কা পাতিল চারটি, মান্নাত কশ্যপ তিনটি ও কনিকা আহুজা দুটি উইকেট নেন। কনিকা আহুজা ম্যাচসেরা ও শ্রেয়াঙ্কা পাতিল টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন।

আট দলের এই আসরে এশিয়ার ওয়ানডে খেলা চার দেশের ‘‌এ’ দল ও আইসিসির সহযোগী চার দেশ অংশ নেয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার ‘‌এ’ দল ছাড়াও অংশ নেয় স্বাগতিক হংকং, মালয়েশিয়া, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘‌এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল ও হংকং এবং ‘‌বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা, মালয়েশিয়া ও আরব আমিরাত প্রতিদ্বন্দ্বিতা করে। দুই গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে ওঠে।

ভারত ও শ্রীলংকার প্রথম সেমিফাইনালটি রিজার্ভ ডেতেও অনুষ্ঠিত হতে পারেনি। গ্রুপ পর্বে এগিয়ে থাকায় ভারত ওঠে ফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের