আল-হাজ টেক্সটাইলের বিষয়ে ডিএসইকে তলব করলো বিএসইসি

আল-হাজ টেক্সটাইলের বিষয়ে ডিএসইকে তলব করলো বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডে চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে একটি তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত ২২ জুন প্রকাশিত ওই তথ্যের বিষয়ে ডিএসইকে তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


সোমবার (২৬ জুন) বিএসইসির সহকারী পরিচালক মো. রায়হান কবিরের সই করা একটি চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়, গত ২২ জুন আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডে চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে ডিএসইর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে।


চিঠিতে ওয়েবসাইটে প্রচারের আগে ওই তথ্য পর্যালোচনা এবং প্রয়োজনীয় নথি ডিএসই সংগ্রহ করেছে কি না সেটি জানতে চেয়েছে বিএসইসি। সিকিউরিটিজ আইন অনুযায়ী স্বতন্ত্র পরিচালক নিয়োগের পাশাপাশি এই বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে চলা হয়েছে কি না সেটিও জানতে চাওয়া হয়।


একইসঙ্গে সিকিউরিটিজ আইন, ১৯৬৯ এর ধারা ৬ (৩) অনুযায়ী এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ এর ধারা ২০সহ ডিএসইর ব্যাখ্যা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।


প্রসঙ্গত, গত ২২ জুন ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়- সরকারের সাবেক সচিব এ.এম.এম. নাসির উদ্দিনকে পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে আল-হাজ টেক্সটাইল। এছাড়াও এ. কে. এম. হারুনুর রশীদ এবং রাজু হাওলাদার পলাশকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত