শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্যমতে, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের মোট ১১ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি এবং কর্মস্থলে ফিরেছেন ১১ হাজার ১৯৪ জন। এছাড়া করোনায় আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
গত ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৬৪৭ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এ সময়ে একজন কর্মরত সেনা সদস্য, দুই জন কর্মরত অসামরিক সদস্য এবং ৬৫ বয়সের ওপরে সাত জন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।