তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ওয়ালিউল মারুফ মতিনের ব্যক্তিগত সহকারী আশরাফ হোসেন।
তিনি জানান, ওয়ালিউল মারুফ মতিন করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতেল ৮ দিন চিকিৎসা নিয়ে বসায় চলে যান। তবে নিয়মিত তিনি চিকিৎসকের পরামরর্শ নিতেন। আবারও সমস্যা হলে ল্যাবএইডে ভর্তি হন। সেখানে আজ ভোরে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। এ সময় তিনি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।
ওয়ালি-উল-মারুফ মতিন ভেঞ্চার ক্যাপিটাল, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, কমোডিটি ফিউচারস, করপোরেট গর্ভনেন্সসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে অভিজ্ঞ।