আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
একই মাঠ, টসও করলেন একই ব্যক্তি, টসের ফল ঠিক আগের মতোই হলো। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের মতো আজ রোববারও টস জিতলেন বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান। আগের দিনের মতোই তিনি আগে বোলিং বেছে নেন। ম্যাচের ফলও ঠিক আগের ম্যাচের মতোই হলো। আজ আফগানদের ডিএলএস মেথডে ৬ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল সাকিব আল হাসানের দল।

আফগানরা ৭.২ ওভারে ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। তখন ম্যাচ কমিয়ে ১৭ ওভারের করা হয়। তাসকিন আহমেদের গোলার আঘাতে ১৬ রানে ২ উইকেট হারানো আফগানরা শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১৬ রান তুলতে সমর্থ হয়। আজমতউল্লাহ ওমরজাই ২৫, ইব্রাহিম জাদরান ২২, করিম জানাত ২০ ও মোহাম্মদ নবি ১৬ রান করেন। তাসকিন আহমেদ ৩৩ রানে ৩টি, সাকিব আল হাসান ১৫ রানে ২টি ও মুস্তাফিজুর রহমান ৩০ রানে ২টি উইকেট নেন।

১১৯ রানের টার্গেটে নেমে লিটন দাস (৩৫) ও আফিফ হোসেন (২৪) ওপেনিং জুটিতে ৬৭ রান তুলে দিলে ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে। এরপর খানিকটা উত্তেজনা হলেও তৌহিদ হৃদয় (১৯), সাকিব (১৮) ও শামীম হোসেনের (৭*) ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। মুজিব উর রহমান ও ওমরজাই দুটি করে উইকেট নেন।

চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে এই প্রথম আফগানদের হারাল বাংলাদেশ। আগের তিন সিরিজের মধ্যে আফগানিস্তান একটি জিতেছে, বাকি দুটি ড্র হয়। আর মুখোমুখি হওয়া ১১ ম্যাচের মধ্যে আফগানিস্তান ৬টি ও বাংলাদেশ ৫টি জিতেছে।

চলতি বছর টি২০তে ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড ৭-১। ২০২১ সালের পর টাইগাররা ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছে।

 সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ১৭ ওভারে ১১৬/৭। বাংলাদেশ: ১৬.১ ওভারে ১১৯/৪। ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।  

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে