আফগানরা ৭.২ ওভারে ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। তখন ম্যাচ কমিয়ে ১৭ ওভারের করা হয়। তাসকিন আহমেদের গোলার আঘাতে ১৬ রানে ২ উইকেট হারানো আফগানরা শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১৬ রান তুলতে সমর্থ হয়। আজমতউল্লাহ ওমরজাই ২৫, ইব্রাহিম জাদরান ২২, করিম জানাত ২০ ও মোহাম্মদ নবি ১৬ রান করেন। তাসকিন আহমেদ ৩৩ রানে ৩টি, সাকিব আল হাসান ১৫ রানে ২টি ও মুস্তাফিজুর রহমান ৩০ রানে ২টি উইকেট নেন।
১১৯ রানের টার্গেটে নেমে লিটন দাস (৩৫) ও আফিফ হোসেন (২৪) ওপেনিং জুটিতে ৬৭ রান তুলে দিলে ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে। এরপর খানিকটা উত্তেজনা হলেও তৌহিদ হৃদয় (১৯), সাকিব (১৮) ও শামীম হোসেনের (৭*) ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। মুজিব উর রহমান ও ওমরজাই দুটি করে উইকেট নেন।
চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে এই প্রথম আফগানদের হারাল বাংলাদেশ। আগের তিন সিরিজের মধ্যে আফগানিস্তান একটি জিতেছে, বাকি দুটি ড্র হয়। আর মুখোমুখি হওয়া ১১ ম্যাচের মধ্যে আফগানিস্তান ৬টি ও বাংলাদেশ ৫টি জিতেছে।
চলতি বছর টি২০তে ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড ৭-১। ২০২১ সালের পর টাইগাররা ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৭ ওভারে ১১৬/৭। বাংলাদেশ: ১৬.১ ওভারে ১১৯/৪। ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।