একজন মানুষও অবহেলিত থাকবে না

একজন মানুষও অবহেলিত থাকবে না

দেশের মানুষের ভাগ্য গড়তে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটাই লক্ষ্য, একজন মানুষও ভূমিহীন ও অবহেলিত থাকবে না।


বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২২ হাজার ১০১ পরিবারকে ঘর বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, বাংলাদেশ প্রতিটি শ্রেণির মানুষের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেয়া হচ্ছে, যাতে একজন মানুষও অযত্নে, অবহেলায় না থাকে।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, এ যুদ্ধের প্রভাবে সৃষ্ট ধাক্কা সামলাতে সীমিত আয়ের মানুষের সুবিধার জন্য এক কোটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কোনো মানুষ যাতে দ্রব্যমূল্যের জন্য কষ্ট না পায়।


তিনি বলেন, ‘আমার ওপর আস্থা বিশ্বাস রাখুন। টানা ক্ষমতায় আছি বলে সব ক্ষেত্রেই উন্নতি করতে পেরেছি।’


এ অনুষ্ঠানে দেশের আরও ১২ জেলা এবং ১২৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে ২১ জেলা ও ৩৩৪ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।


এদিন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ২২ হাজার ১০১ পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাসি ফুটেছে কমপক্ষে ১ লাখ ১৫ হাজার মানুষের মুখে।


আশ্রয়ণসহ অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন।


বিশ্বের বৃহত্তম সরকারি এ পুনর্বাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ঠিকানা পেয়েছেন ২৮ লাখের বেশি মানুষ।


দেশের সব উপজেলার প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২৪ হাজার একর জমি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু