সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৯ আগস্ট) এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪২ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারটি সর্বশেষ ৬০৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ারদর আজ ৩ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।
আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টি, আরামিট লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স, আরিফ ইন্ডাস্ট্রিজ, এপেক্স ট্যানারি, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমটেড (প্রাণ) এবং কোহিনুর কেমিক্যাল।
অর্থসংবাদ/এসএম