কোরিয়ান এয়ারে চালু হয়েছে ইন্টারনেট সেবা

কোরিয়ান এয়ারে চালু হয়েছে ইন্টারনেট সেবা
দক্ষিণ কোরিয়ার জাতীয় উড়োজাহাজ সংস্থা ‘কোরিয়ান এয়ার’ নিজেদের কয়েকটি এয়ারক্রাফটে ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে। প্রাথমিকভাবে এয়ারবাস এ-৩২১ নিও মডেলের কয়েকটি এয়ারক্রাফটে পরিষেবাটি চালু হয়েছে। ধীরে ধীরে সব আন্তর্জাতিক ফ্লাইটকেই নিরবচ্ছিন্ন ইন্টারনেটের আওতায় আনা হবে। খবর কোরিয়া হেরাল্ড।

দেশটির জাতীয় উড়োজাহাজ সংস্থার মতে, উড়োজাহাজ যাত্রীদের ইন্টারনেট পরিষেবা প্রদানে ওয়াই-ফাই সংযোগ স্থাপন তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইটে ওয়াই-ফাই সেবা শুরু করেছে কোরিয়া এয়ার। দেশটির জাতীয় এয়ারক্রাফটের সংখ্যা ১৩৪টি হলেও ১১টিতে এ সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।

বাস, রেল কিংবা জাহাজের যাত্রীরা যাত্রাপথে ইন্টারনেট সংযোগ সুবিধা পেলেও উড়োজাহাজের যাত্রীরা সাধারণত এ সুবিধা পেতেন না। এখন থেকে কোরিয়া এয়ারের যাত্রীরাও সে সেবা পাবেন। তবে এ জন্য গুনতে হবে পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, দুরত্বের ওপর নির্ভর করে ফি গুনতে হবে যাত্রীদের। এক্ষেত্রে দীর্ঘ পথের ফ্লাইট হলে ওয়াই-ফাই পরিষেবার জন্য দিতে হবে ২০ ডলার ৯৫ সেন্ট। দুই ঘণ্টার ফ্লাইট হলে সেটা নেমে আসবে ১০ ডলার ৯৫ সেন্টে।

কোরিয়া এয়ার জানিয়েছে, জাপান, চীন ও উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোয় পুরো ফ্লাইটের ওয়াই-ফাই পরিষেবার জন্য গুনতে হবে ১১ ডলার ৯৫ সেন্ট। এছাড়া অল্প দুরত্বের ফ্লাইটের যাত্রীরা ইন্টারনেট সংযোগ পেতে পারেন ৪ ডলার ৯৫ সেন্টে। প্রসঙ্গত, আগামী ৩১ আগস্ট পর্যন্ত যাত্রীদের জন্য একটি ডিসকাউন্ট অফার রেখেছে কোরিয়া এয়ার।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা