আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। গতকাল ধাতুটির দাম কমে পাঁচ সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি এবং বন্ড ইল্ড বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির বাজারদরে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম কমে আউন্সপ্রতি ১ হাজার ৯১৪ ডলার ২৬ সেন্টে নেমেছে, যা ৭ জুলায়ের পর সর্বনিম্ন। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৯৪৬ ডলার ৩০ সেন্টে অপরিবর্তিত রয়েছে।

তথ্য বলছে, চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে জুলাইয়ে নেয়া বিভিন্ন সিদ্ধান্তের পর্যালোচনা হতে পারে। আগামীতে সুদের আরো বাড়তে কিনা তা নির্ভর করছে এ বৈঠকের ওপর। সুদহার বাড়লে স্বর্ণের দাম আরো কমে যেতে পারে। এ কারণে বর্তমানে বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করছেন।

প্রসঙ্গত, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্বর্ণের বৈশ্বিক চাহিদা (ওটিসি মার্কেট বাদে) গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কমেছে। চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ৯২০ দশমিক ৭ টনে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডব্লিউজিসি জানায়, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার ক্ষেত্রে দুটি বিষয় সবচেয়ে বেশি দায়ী। এর মধ্যে একটি হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণ কেনার গতি ধীর হয়ে যাওয়া, অন্যটি প্রযুক্তি খাতে নিম্নমুখী চাহিদা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না