ব্যবসা খাতে বাড়ছে মোবাইলের অবদান

ব্যবসা খাতে বাড়ছে মোবাইলের অবদান
দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রায় সবটাই হয় মোবাইল জুড়ে। ব্যাংকিং খাতে চলছে ডিজিটাল অ্যাপের ব্যবহার। শেয়ারবাজারেও মোবাইলের মাধ্যমে লেনদেন করা যায়। একইসাথে দেশ জুড়ে বাড়ছে ই-কমার্স কার্যক্রম। মুদি দোকানের হালখাতার কাজ এখন মোবাইলে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়। তাতে বলাই যায়, শুধু কথা আদান-প্রদান নয়, ব্যবসা খাতের বড় অংশ জুড়ে রয়েছে মোবাইলের অবদান।

এখন ই-কমার্স আর বলা হয় না, বলা হয় এম কমার্স। সুতরাং মোবাইল জীবনকে সহজও করেছে। তা ছাড়া স্বল্পশিক্ষিত কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষেরা মোবাইল ব্যবহার করে শিখছে অনেক কিছুই। যেমন—বর্ণমালা, নতুন ভাষা ও মুখে কথা বলে মোবাইল টাইপ করা (ভয়েস টু টেক্সট) ইত্যাদি। তাদের কাছে মোবাইল শুধু জীবনের একটি অনুষঙ্গই নয়, মোবাইল তাদের কাছে এমন একটি প্রযুক্তি, যা মানুষের জীবনের মৌলিক সত্তার জাগরণ ঘটায়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় এসব বিষয় উঠে এসেছে। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলনকক্ষে ‘মোবাইল ফোন : স্কিল, কমিউনিকেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এর ফলাফল নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য উপস্থাপন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংস্থাটির মহাপরিচালক ড. বিনায়ক সেন। গবেষণাপত্র উপস্থাপন করেন বিআইডিএসের রিসার্স ফেলো মোহাম্মদ গোলাম নবী মজুমদার। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুস সাত্তার মণ্ডল, আইসিটি উদ্যোক্তা সৈয়দ আলমাস কবীর প্রমুখ।

গবেষণাপত্রে গোলাম নবী মজুমদার বলেন, মোবাইল নামক এই ডিজিটাল মেশিন ব্যবহার করার মধ্য দিয়ে মানুষ আসলে নিজেকেই বারবার নতুন করে আবিষ্কার করে। মোবাইলের কল্যাণে আপাতত অসম্ভবই হয়ে উঠেছে সম্ভব।

ফোনবিহীন জীবন এখন মনে হয় বন্ধ্যা, অস্থির ও খাঁচায় বন্দি। অন্যদিকে এই ছোট ডিজিটাল মেশিনের কারণে মানুষ গড়ে তোলে বিভিন্ন সামাজিক সম্পর্ক। এই মোবাইলের মাধ্যমে তরুণরা ধীরে ধীরে তাদের নিজেদেরই নতুন করে ভাবতে ও চিনতে শুরু করে। এই অর্থে প্রযুক্তি মানুষের সক্ষমতাই শুধু বাড়ায় না, মানুষের মানবিক সত্তা ও সামাজিকতারও নিয়ামক হয়ে উঠেছে।

সেমিনারে জানানো হয়, দেশের পিছিয়ে পড়া তরুণদের মধ্যে (যাদের বয়স ১৫ থেকে ৩৫ বছর ও যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বা নামমাত্র) মোবাইল ফোনের নিত্যদিনের ব্যবহার নিয়ে এই গবেষণা পরিচালনা করা হয়। সারা দেশের আট বিভাগের ২৪০ জনের কাছ থেকে গুণগত তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩০ জন নারী। প্রথমে ইন্টারভিউ রেকর্ড করা হয়েছে, তারপর তা ট্রান্সক্রিপ্ট করে ইংরেজিতে অনুবাদ করা হয়। একজন মোবাইল ব্যবহারকারীর গল্প বিস্তারিত জানার জন্য একাধিকবার ফলো-আপ ইন্টারভিউ নেওয়া হয়েছে।

বিনায়ক সেন বলেন, মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে অনেক গবেষণা আছে। কিন্তু এর যে বিশাল ইতিবাচক প্রভাব মানবজীবনে আছে, সেটি নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। এই গবেষণায় দেখা গেছে, কিভাবে একজন সাধারণ মানুষও মোবাইল ফোন ইতিবাচকভাবে ব্যবহার করে। এই গবেষণা ধরে আগামী দিনে আরো বিস্তৃত গবেষণা করা দরকার।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়