২৯ বছর বয়সী ইবাদত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোটে পড়েন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাঁকে রাখা হয়নি।
আজ শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে ইবাদতকে দলে রাখা হলেও এই পেসার সময়মতো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁর জায়গায় তানজিম হাসানকে সুযোগ দেওয়া হয়। এবার বিশ্বকাপেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ দল।
মাত্র ১২ ওয়ানডে খেলা ইবাদতের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত। গত বছর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাঁর অভিষেক। সে ম্যাচে আগের দুই ম্যাচে জোড়া সেঞ্চুরি করা সিকান্দার রাজাকে বোল্ড করে ওয়ানডে ক্যারিয়ার শুরু ইবাদতের। এরপর সব মিলিয়ে ১১ ইনিংসে বল করে ২২টি উইকেট নিয়েছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান ইবাদত
মাঝের ওভারে তাঁর গতিময় বোলিং ওয়ানডে দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করে। বিশ্বকাপের মতো আসরে ইবাদতের না থাকা সেদিক থেকে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। মাঝের ওভারে যে বোলিংটা ইবাদত করতেন, তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
অর্থসংবাদ/এমআই