সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
সূত্র মতে, বুধবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ২ দশমিক ১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৯৩ পয়েন্টে।
এছাড়া এদিন ডিএসইএস সূচকে ০ দশমিক ০৭ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচকে ১ দশমিক ০৩ পয়েন্ট যোগ হয়েছে।
ডিএসইতে আজ মোট ৪১৩ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৩ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৭৩ কোম্পানির। বাকি ৭৪ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/এসএম