ইবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২ সেপ্টেম্বর

ইবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২ সেপ্টেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন শিক্ষাবর্ষ ২০২২-২০২৩ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ কারণে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে স্ব-স্ব বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, গত বছরের তুলনায় আমরা এবার অনেক আগেই ক্লাস শুরু করতে যাচ্ছি। যার ফলে আমি মনে করি ভবিষ্যতে সেশনজট সমস্যা কাটিয়ে উঠা যাবে।

তিনি আরও বলেন, র‍্যাগিং এর বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার। আমাদের এন্টি র‍্যাগিং কমিটি সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং শব্দটি রাখতে চাইনা।

সেন্ট্রাল ওরিয়েন্টেশনের বিষয়ে উপাচার্য বলেন, আমরা অবশ্যই চেষ্টা করব ওরিয়েন্টেশন করার এবং খুব শিগগিরই বিষয়টি নিয়ে আলোচনা করব।

পরিশেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, একজন শিক্ষার্থী মানুষের মতো মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করুক। আমাদের দায়িত্ব নবীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, তারা শুধু পরিশ্রম দিয়ে লেখাপড়া করবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে এবং বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর কাছে পরিচিত করে তুলবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি