রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ
জাপান আমাদের ভালো বন্ধু। মিয়ানমারের সঙ্গেও তাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা সদস্যদের নিরাপদ প্রত্যাবাসনে তাদের সহায়তা চেয়েছি বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে জাপানের সংসদের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ আহ্বান জানান।

এম এ মান্নান বলেন, জাপান আমাদের মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তৃতীয় টার্মিনালের নির্মাণে সহযোগিতা করছে। ভবিষ্যতে রেলসহ অন্যান্য খাতে সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিনিধি দলের সদস্যরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্য বলেন, আগামী কাল আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবো। সেখানকার মানবিক সহায়তার পর্যালোচনা করে জাপানের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সম্প্রতি জেট্রোর পক্ষ থেকে প্রকাশিত এক জরিপে প্রায় ৭১% জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যবসায়ী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে জাপানি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, দেশে অবস্থানরত জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে প্রতিনিধিদল। এসময় দেশের বিনিয়োগ পরিবেশ আরো উন্নতি করার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। ডিজিটালাইজেশন, নিরাপত্তাসহ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরো নিবিড় সম্পর্ক চেয়েছে প্রতিনিধি দলের সদস্যরা।

জাপানের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিল– ডিরেক্টর অফ দ্যা কমিটি অন জেনারেল অ্যাফেয়ার্স নাকানিসি ইকো, হাউজ অব কাউন্সিলর ইমি ইরিকো, ডিরেক্টর অব এডুকেশন মিউরা নব হিরু। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মিনাগায়া কেনিচি, নিশোমাসুমি। একজন অনুবাদকের সহায়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয় প্রতিনিধি দলের সদস্যরা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা