চাঁদের মাটিতে ঘুমিয়ে পড়েছে চন্দ্রযান-৩

চাঁদের মাটিতে ঘুমিয়ে পড়েছে চন্দ্রযান-৩
ভারতের চন্দ্রযান-৩ চাঁদের বুকে ঘুমিয়ে পড়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যাস্তের কারণে সেটি শক্তির উৎসের অভাবে কর্মক্ষমতা হারিয়েছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চন্দ্রযান ৩ ও বিক্রমকে স্লিপ মোড পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরো।

ইসরো জানিয়েছে, পৃথিবীর ১৪ দিনের সমান এক অতি শীতল রাতে তাপমাত্রা নেমে যাবে মাইনাস ১৮৪ ডিগ্রি সেলসিয়াস। এত কম তাপমাত্রায় বিক্রমের যন্ত্রপাতি বিকল হয়ে যেতে পারে। তবে রোভারটিকে আবারও জাগানো যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। রোভারটিকে জাগাতে না পারলে এটি চিরকালের জন্য ভারতের দূত হিসেবে চাঁদে রয়ে যাবে বলে জানিয়েছে ইসরো।

ইসরো জানিয়েছে, রোভার প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দেয়া হলেও রোভারটির ব্যাটারিতে পুরোপুরি চার্জ শেষ হয়নি। পরবর্তীতে চাঁদে যখন সূর্য উঠবে তখন আবার ঘুম থেকে উঠতে পারে রোভারটি। তাই সূর্যের আলো যেন পায় সেজন্য সোলার প্যানেলকে সেভাবেই রাখা হয়েছে।

ইসরোর প্রধান এস সোমনাথ জানান, চাঁদে রাত নামছে বলে একে স্লিপ মোডে পাঠিয়ে দেয়া হয়েছে। চাঁদে আবার আগামী ২২ সেপ্টেম্বর সূর্য উঠবে বলে ধারণা করা হচ্ছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়