মূল্যস্ফীতি বৃদ্ধিতে কমেছে সঞ্চয়প্রবণতা

মূল্যস্ফীতি বৃদ্ধিতে কমেছে সঞ্চয়প্রবণতা
গত এক বছর ধরে দেশের মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। তাতে সকল নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছে সাধারণ মানুষ। এক বছর আগে যে পণ্য ১০০ টাকায় কিনতে পাওয়া যেত, এবছর তা কিনতে প্রায় ১১০ টাকা খরচ করতে হচ্ছে। অতিরিক্ত মূল্যস্ফীতির কারনে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক প্রভাব পড়েছে সঞ্চয় ও ভোগপ্রবণতা খাতে। মূল্যস্ফীতির কারনে গেল এক বছর ধরে মানুষের সঞ্চয়প্রবণতা অনেকটাই কমে গেছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

সম্প্রতি ‘পে স্কেল রিফর্ম অ্যান্ড ডাইনামিকস অব ইনফ্লোশোনারি স্পাইরার্স ইন বাংলাদেশ: এ রিগ্রেশন-ডিসকনটিনিউটি অ্যাপ্রোচ টু দ্য লং-রান কনসিকোয়েন্স অব এনপিএস- ২০১৫’ শীর্ষক এক সেমিনারে বক্তারা গবেষণালব্ধ এ তথ্য তুলে ধরেন। তারা বলেন, কমপেনসেশন ম্যানেজমেন্টে উদ্ভাবনী কৌশল গ্রহণের মাধ্যমে জনগণের সঞ্চয়প্রবণতা অধিকহারে বৃদ্ধি করা সম্ভব।

বিআইসিএম আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. নাহিদ হোসেন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের রিসার্চ ফেলো ড. বদরুননেসা আহমেদ। সেমিনার সঞ্চালনা করেন বিআইসিএমের প্রভাষক এস এম কালবীন ছালিমা।

অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, এই মেথডলজিটি বাংলাদেশের ক্ষেত্রে নতুন একটি দিক উন্মোচন করেছে। সমসাময়িক গবেষকদের বিষয়টি নিয়ে আরও বেশি গবেষণায় উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী বলেন, বেতন কাঠামো পুনর্গঠনের পর তার প্রভাব সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত তিনটি গ্রুপের ওপর আলাদা আলাদা প্রভাব ফেলবে। এক্ষেত্রে, আয়ের বিভাজন অনুযায়ী মূলস্ফীতির প্রভাব কীভাবে নির্ধারিত হবে সে বিষয়ে গবেষণার ওপর জোর দেন তিনি। ড. বদরুন নেসা আহমেদ বলেন, গবেষণাটি যেহেতু বাংলাদেশের চলমান বাস্তবতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত সেহেতু গবেষণার আলোকে নীতিনির্ধারণের ক্ষেত্রে সামাজিক-রাজনৈতিক সংবেদনশীলতার প্রতি খেয়াল রাখতে হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ