সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
সূত্র মতে, সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে ডিএসইএস সূচক এদিন ১ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে।
এছাড়া ডিএসইর অপর সূচক ডিএস-৩০ এদিন ৮ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে।
ডিএসইতে আজ মোট ৪৪৬ কোটি ০২ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৯৮ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৬৭ কোম্পানির। বাকি ৮১ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/এসএম