বিমার আধিপত্যের দিনে দর বৃদ্ধির নেতৃত্বে অগ্রণী ইন্স্যুরেন্স

বিমার আধিপত্যের দিনে দর বৃদ্ধির নেতৃত্বে অগ্রণী ইন্স্যুরেন্স
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধিতে চকম দেখিয়েছে বিমা খাতের প্রতিষ্ঠানগুলো। লেনদেনে অংশ নেওয়া এ খাতের কোম্পানিগুলোর মধ্যে ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ বেড়েছে। এর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। এছাড়াও শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৮টিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অগ্রণী ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্মতি দিয়েছে। এতে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। ফলে একদিনে যতটুকু শেয়ারদর বৃদ্ধি পাওয়া সম্ভব ততটুকুই বেড়েছে কোম্পানিটির শেয়ারের দাম।

জানা গেছে, গতকাল (মঙ্গলবার) অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ৪৫ টাকা। দিনের শুরুতেই শেয়ারটি ৪৬ টাকা ৩০ পয়সায় লেনদেন শুরু হয়। লেনদেন শেষে আজ কোম্পানিটির শেয়ারের সমাপনী (ক্লোজিং) দর দাঁড়ায় ৪৯ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ কোম্পানিটির ১০ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের ২১ লাখ ১১ হাজার ৭৮০টি শেয়ার হাতবদল হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারদর আজ ১৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ০৬ শতাংশ।

বুধবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, পিপলস ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত