দেশে সবুজ কারখানার সংখ্যা দুইশো ছাড়ালো

দেশে সবুজ কারখানার সংখ্যা দুইশো ছাড়ালো
বাংলাদেশের আরও দু'টি পোশাক তৈরির প্রতিষ্ঠানকে (গার্মেন্টস) সবুজ কারখানার স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। তাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ প্রাপ্ত কোম্পানির সংখ্যা দুইশো ছাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা মোট ২০২টি।

রোববার (১৭ সেপ্টেম্বর) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে নতুন করে দুইটি কারখানার সনদ প্রাপ্তির তথ্য জানানো হয়।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, গ্রিন সার্টিফাইড কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২০২টি। আরও বেশ কিছু কোম্পানির আবেদন রয়েছে। আশা করছি, কারখানার সংখ্যা আরও বাড়বে।

উল্লেখ্য, পোশাক শিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে ২০১২ সালে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে। পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত কারখানাটি হলো ‘ভিনটেজ ডেনিম স্টুডিও।’ এরপর একটার পর একটা সবুজ পোশাক কারখানা গড়ে উঠছে বাংলাদেশে। সবশেষ পাঁচ কারখানা মিলে ২০২টি সবুজ কারখানার সনদ পেল দেশ।

২০০ সবুজ কারখানার মধ্যে রয়েছে প্লাটিনাম ৭৩টি, গোল্ড ১১৫টি, সিলভার ১০টি ও সার্টিফাইড চারটি। এতে সর্বমোট গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সংখ্যা দাঁড়ালো ২০২টিতে। বিশ্বের সেরা কিছু কারখানার আবাসস্থল বাংলাদেশ, বিশ্বের শীর্ষ ১৫টি লিড গ্রিন কারখানার মধ্যে ১৩টি বাংলাদেশে অবস্থিত।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ