সাতক্ষীরার এক ভুট্টা ব্যবসায়ী বলেন, ‘দুই মাস আগে যে ভুট্টা পাইকারি কিনেছি সাড়ে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে, তা এখন কিনতে হচ্ছে ২৯ থেকে সাড়ে ২৯ টাকা কেজি দরে। পাইকারিতে মণপ্রতি দাম বেড়েছে ১৬০-২০০ টাকা। তাতে আমদানি অনেকটা কমে এসেছে। তাছাড়া বাজারে সরবরাহও কম।
ভোমরা বন্দরের এক ভুট্টা ব্যবসায়ী জানান, প্রতি কেজি ভুট্টার ক্রয়মূল্য পড়ছে ৩০ টাকা। এরপর তা বিক্রি করছেন ৩০ টাকা ৫০ পয়সা থেকে ৩১ টাকা কেজি দরে। তবে দেড় থেকে দুই মাস আগেও এ ভুট্টার দাম ছিল ২৫-২৬ টাকা। সম্প্রতি আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে।
ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্টে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি হয়েছিল ৯ হাজার ৯১৩ টন। যার আমদানি মূল্য ছিল ৩১ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে আমদানি হয়েছে মাত্র ৩৩৫ টন। এর মধ্যে জুলাইয়ে ১০৫ টন ও আগস্টে ২৩০ টন। আমদানীকৃত এসব ভুট্টার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি কমেছে ৯ হাজার ৫৭৮ টন।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                