ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪০ কোটি ৮৭ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯১৪ কোটি ৩৭ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৪২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।