কেন যুক্তরাষ্ট্রের সব ফোনে বাজবে সতর্কসংকেত?

কেন যুক্তরাষ্ট্রের সব ফোনে বাজবে সতর্কসংকেত?
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার বেলা ২টা ২০ মিনিটে সে দেশে বসবাসরত মানুষের মুঠোফোনে উচ্চ স্বরে সতর্কসংকেত বেজে উঠতে পারে। তবে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সিএনএনের খবরে জানানো হয়েছে, আজ বুধবার বিকেলে ইমারজেন্সি অ্যালার্ট সিস্টেম (ইএএস) ও ওয়্যারলেস ইমারজেন্সি অ্যালার্ট (ডব্লিউইএ) প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা হবে। দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ইমারজেন্সি অ্যালার্ট সিস্টেম (ইএএস) ব্যবহার করে সব রেডিও ও টেলিভিশনে সতর্কতা পাঠানো হবে, আর ওয়্যারলেস ইমারজেন্সি অ্যালার্ট (ডব্লিউইএ) ব্যবহার করে সতর্কতা পাঠানো হবে মুঠোফোনে।

এক বিবৃতিতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানিয়েছে, ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) সহযোগিতায় এ পরীক্ষা চালানো হবে। উদ্দেশ্য, জরুরি অবস্থায় জনগণকে সতর্ক করার ক্ষেত্রে এ ব্যবস্থা যথেষ্ট কি না, তা পরীক্ষা করা, বিশেষ করে জাতীয় পর্যায়ের জরুরি পরিস্থিতিতে।

পরীক্ষার অংশ হিসেবে, আজ বুধবার যুক্তরাষ্ট্র সময় বেলা ২টা ২০ মিনিটে প্রায় সব মুঠোফোনে একটি সতর্কসংকেত ও বার্তা যাবে। বার্তায় লেখা থাকবে: এটি জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষামূলক ব্যবহার, পরবর্তীকালে কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন নেই।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, বার্তাটি কোন ভাষায় যাবে, তা নির্ভর করবে মুঠোফোনের সেটিংসে কোন ভাষা নির্বাচন করা হয়েছে, তার ওপর। এ সতর্কসংকেতের আওয়াজ সাধারণ শব্দ থেকে অনেকটাই আলাদা হবে, যাতে সবাই এ শব্দ শুনতে পারে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিবন্ধী—সবাই এ বার্তা পাবেন।

এফইএমএ জানায়, প্রায় ৩০ মিনিট সময়ের মধ্যে পরীক্ষাটি চলবে। এ সময়ের মধ্যে নেটওয়ার্ক টাওয়ারের আশপাশে যতগুলো চালু মুঠোফোন থাকবে, সেসব ফোনে এ বার্তা যাবে।

একই সময়ে এ পরীক্ষার অংশ হিসেবে সব রেডিও ও টেলিভিশনও পরীক্ষামূলক জরুরি সতর্কবার্তা সম্প্রচার করবে। এ বার্তার মেয়াদ প্রায় এক মিনিট। এতে বলা হবে, ‘এটি ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি কর্তৃক জারি করা জরুরি সতর্কতাব্যবস্থার পরীক্ষা। এটা নিছক পরীক্ষামূলক মহড়া, এর জন্য জনগণের কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন নেই।’

এফইএমএ বলেছে, মুঠোফোনে বা রেডিও ও টিভির মাধ্যমে এটি শোনার পর কেউ যেন আতঙ্কিত না হয়।

বুধবারের মহড়া যুক্তরাষ্ট্রের ইমারজেন্সি অ্যালার্ট সিস্টেমের সপ্তম পরীক্ষা—রেডিও ও টেলিভিশন মাধ্যমে এ বার্তা পাঠানো হবে। তবে রেডিও ইমারজেন্সি অ্যালার্ট ব্যবস্থার এটি তৃতীয় পরীক্ষা, মুঠোফোনের ক্ষেত্রে দ্বিতীয়।

ইমারজেন্সি অ্যালার্ট সিস্টেম ও ওয়্যারলেস ইমারজেন্সি অ্যালার্ট—এই দুই মাধ্যমে সর্বশেষ এ পরীক্ষা করা হয়েছে ২০২১ সালে। তার আগে ২০১১ সালে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের প্রথম পরীক্ষা চালানো হয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়