ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণে সভা আগামীকাল

ধান-চাল কিনবে সরকার, দাম নির্ধারণে সভা আগামীকাল

চলতি আমন ধান ও চাল কিনবে সরকার। এজন্য নির্দিষ্ট পরিমাণ ও দর ঠিক করতে সভায় বসছেন সংশ্লিষ্টরা। রোববার (৮ অক্টোবর) দুপুর পৌনে ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্ৰ মজুমদার।


খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মমতাজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, কী পরিমাণ আমন ধান ও চাল সংগ্রহ করা হবে, প্রতি কেজির দাম কত হবে, সেটি সভায় আলাপ-আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।


এফপিএমইউ-এর একজন কর্মকর্তা জানান, এবার আমনে ৬ লাখ টনের মতো চাল ও ৩ বা ৪ লাখ টনের মতো ধান কেনা হতে পারে। তবে দাম কী হবে সেটা কৃষি মন্ত্রণালয় মিটিংয়ে নিয়ে আসবে, সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


সভায় সার্বিক খাদ্য পরিস্থিতি, আন্তর্জাতিক উৎস থেকে চাল ও গম সংগ্রহ বিষয়ে অবহিত করা ছাড়াও বোরো সংগ্রহ মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ টন বোরো সিদ্ধ চাল সংগ্রহের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হতে পারে।


দেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি বিষয়ে সরকারের অবস্থান নিশ্চিত করা নিয়েও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় আলোচনা হবে বলেও এফপিএমইউ থেকে জানা গেছে।


গত আমন মৌসুমে ৮ লাখ টন ধান-চাল কেনার ঘোষণা দিয়েছিল সরকার। এর মধ্যে ৩ লাখ টন ধান এবং ৫ লাখ টন চাল। প্রতি কেজি ধান ২৮ এবং চাল ৪২ টাকা দরে কেনার ঘোষণা দেওয়া হয়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা