ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা নেয় চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ। গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এখন ব্যাংকটির চেয়ারম্যান। তিনি জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির চেয়ারম্যান।
ইসলামী ব্যাংক ৮ অক্টোবর ডিএসইতে পাঠানো শেয়ারধারণের মাসিক প্রতিবেদনে জানিয়েছে, ৩০ আগস্ট ব্যাংকটিতে আইডিবির ৩ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৬২৫টি বা ২ দশমিক ১০ শতাংশ শেয়ার ছিল। কিন্তু ৩০ সেপ্টেম্বর তা শূন্য হয়ে গেছে। একই সঙ্গে ব্যাংকটি থেকে পরিচালকও সরিয়ে নিয়েছে আইডিবি। এর আগে ২০১৮ সালে আইডিবি ইসলামী ব্যাংকের ৮ কোটি ৬৯ লাখ শেয়ার বিক্রি করে দেয়।
এদিকে শেয়ারধারণের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদিভিত্তিক আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি তার ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে। ফলে ইসলামী ব্যাংকে কোম্পানিটির এখন আর কোনো শেয়ার নেই। সব মিলিয়ে এক মাসেই ইসলামী ব্যাংকের ১২ শতাংশের বেশি শেয়ার ছেড়ে দিয়েছে বিদেশিরা।
অর্থসংবাদ/এমআই