রপ্তানি আয় দ্রুত দেশে আনার নির্দেশ

রপ্তানি আয় দ্রুত দেশে আনার নির্দেশ
সমাপ্ত ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে রপ্তানিকারকদের মাধ্যমে সম্পূর্ণ রপ্তানি মূল্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে দেশে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২ অক্টোবর ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা প্রদান করে।

নির্ধারিত সময়ের মধ্যে মূল্য প্রত্যাবাসনে ব্যর্থ হলে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, এই বিধিতে মামলা করার ব্যবস্থা আছে।

এদিকে গত বছর থেকে ব্যাপক ডলার সংকটে ভুগছে বাংলাদেশ। অথচ দেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে, এমন কিছু আয় সময়মতো দেশে আসছে না। নিয়ম অনুযায়ী, পণ্য রপ্তানি হওয়ার ১২০ দিনের মধ্যে অর্থ দেশে আনতে হয়। তাই ডলার-সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক এসব আয় দেশে ফিরিয়ে আনতে চাইছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বিভিন্ন সময় রপ্তানি হয়েছে এমন প্রায় ১০০ কোটি ডলারের আয় দেশে আসেনি। অবশ্য এর মধ্যে জাল-জালিয়াতি, ভুয়া রপ্তানি, ক্রেতাপ্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়া সম্পর্কিত রপ্তানি আয়ও রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দেশের একাধিক গ্রুপের ভুয়া রপ্তানি বিলও এর মধ্যে রয়েছে। পাশাপাশি করোনার সময় দেউলিয়া হয়ে পড়েছে, এমন ক্রেতাপ্রতিষ্ঠানের কাছেও অর্থ আটকা পড়েছে। এসব নিয়ে বিদেশে মামলা চলছে। ফলে এসব আয় আনতে সময়ের প্রয়োজন হবে। তবে এখনো প্রত্যাবাসন হয়নি, এমন অর্ধেকের বেশি আয় দ্রুত দেশে ফেরানো যেতে পারে।

এদিকে রপ্তানিকারকেরা আয়ের একটি অংশ নিজেদের কাছে রাখতে পারেন, যা রপ্তানি প্রত্যাবাসন কোটায় (ইআরকিউ) জমা থাকে। রপ্তানিকারকদের কাছে এমন আয় আছে প্রায় ৬৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক এই আয়ের ৫০ শতাংশ দ্রুত সময়ে নগদায়ন করার নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে ব্যাংকে ডলারের সরবরাহ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এ নিয়ে ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক লিখেছে, ইআরকিউ হিসেবে গত ২১ সেপ্টেম্বরের স্থিতির ভিত্তিতে ৫০ শতাংশ সংরক্ষণ করে অবশিষ্ট অংশ প্রচলিত বিনিময় হারে নগদায়ন করতে হবে। এর ফলে বাজারে ৩০ কোটি ডলার সরবরাহ বাড়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো এখন ১১০ টাকা দরে প্রবাসী ও রপ্তানি আয় কিনছে। ফলে ইআরকিউ হিসেবে থাকা ডলার বিক্রি করে রপ্তানিকারকেরা একই দাম পাবেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ