শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টা থেকে রাজধানীর ২০টি কেন্দ্রে মহিলা অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
এ বিষয়ে মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) আয়শা সিদ্দিকী বলেন, অনিবার্য কারণে আমাদের আজকের দুই পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাদের পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশ নেই-বিষয়টি দৃষ্টিগোচর করা হলে তিনি বলেন, এখনই দিয়ে দেবে। প্রার্থীদের ভোগান্তির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু এটা হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।
পরীক্ষা দিতে আসা এক প্রার্থী বলেন, সারারাত বাসে জার্নি করে ঢাকায় এসেছি। সকালে পরীক্ষা কেন্দ্রে (সিদ্ধেশ্বরী কলেজ) এসেছি। এখানকার গার্ডরা (নিরাপত্তা প্রহরী) বলছেন পরীক্ষা স্থগিত, আপনারা ফিরে যান। কিন্তু এ বিষয়ে অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশও দেওয়া হয়নি। এটা কেমন সিদ্ধান্ত?
এদিকে, নোটিশ ছাড়াই হঠাৎ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ, হাবীবুল্লাহ বাহার কলেজসহ বেশ কয়েকটি কলেজের সামনে বিক্ষোভ করেছেন প্রার্থী ও তাদের অভিভাবকরা। পুলিশ তাদের সরে যেতে বললেও বেলা সোয়া ১১টা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল। এতে বিক্ষোভ চলা এলাকার সড়কগুলোর দুপাশে যানজটের সৃষ্টি হয়।
অর্থসংবাদ/এমআই